Message From Principal

Charman
Charman

প্রিয় অভিভাবকবৃন্দ, আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচায় অবস্থিত ঐতিহ্যবাহী সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা বিস্তারে এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। বর্তমানে এর কর্মকাণ্ডের প্রসার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত হয়েছে। সম্প্রতি আমরা এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা এবং বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এতে আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের অভাবনীয় উদ্ভাবনী সামর্থ্য দেখে আমরা দারুণভাবে মুগ্ধ হয়েছি। উক্ত মেলায় প্রায় ৫০টির মতো প্রজেক্ট প্রদর্শন করা হয়। যার প্রতিটিই ছিল নব আবিষ্কার।
এছাড়া আমরা সপ্তাহে একদিন English Spoken ক্লাস বাধ্যতামূলক করেছি।
আগামী বছর (২০২৫ সালে) English Language Club চালু করবো ইন্‌শাআল্লাহ। গণিত অলিম্পিয়াডসহ সকল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাদের শিক্ষার্থীদের গড়ে তোলার সকল আয়োজন আমরা করেছি।
বাংলাদেশের নামিদামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করে, আমরাও এরূপ সকল সুবিধা এ প্রতিষ্ঠান থেকে দেওয়ার ব্যবস্থা করছি। সৎ, যোগ্য, দক্ষ ও বিশ্বমানের নাগরিক তৈরীর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। ক্রিকেট, ফুটবল, দাবা, সাঁতারসহ সকল আন্তঃ স্কুল প্রতিযোগিতায় আমরা অংশ নিচ্ছি এবং সফলতা পাচ্ছি। বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কেরাত হামদ/নাত, চিত্রাংকন ইত্যাদি সহশিক্ষা কার্যক্রম গুলো নিয়মিত চর্চা হচ্ছে।
বিদ্যালয় গ্রাউন্ডে ছাত্র-শিক্ষকদের জামায়াতে নামাজ আদায় এবং শিক্ষিকাদের আলাদা নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জাতীয় দিবস পালনসহ স্কুলের অনুষ্ঠানগুলো যথাসময়ে শুরু করা এবং নির্ধারিত সময়ে শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
বিদ্যালয়ের সার্বিক পরিবেশ শিক্ষাবান্ধব। আমাদের আছে আধুনিক মান সম্মত কম্পিউটার ল্যাব, নিরাপত্তার জন্য আছে সি সি ক্যামেরা, নিরাপদ পানির ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। প্রতি বছর শিক্ষাসফর আয়োজন অব্যাহত আছে। ২০২৫ সাল থেকে শিশু হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সর্বোপরি আমাদের আছে উচ্চ শিক্ষিত, বিষয় ভিত্তিক, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী।
আপনার প্রাণপ্রিয় সন্তানের সুন্দর ভবিষ্যৎ, সুশিক্ষা এবং দক্ষ বিশ্বমানের নাগরিক তৈরীর জন্য আমাদের প্রতিষ্ঠান সদা প্রস্তুত।