প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য
বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যঃ
জনাব কুতুবুদ্দিন আহমেদ (গোরা) ৩৪ বছর পর ফিরে আসেন তাঁর স্মৃতি বিজড়িত গ্রামে। গ্রামে ফেরার পর মানুষের আগ্রহ আর দাবীর প্রতি শ্রদ্ধা রেখে পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হন। সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে একসময় তিনি দেখতে পান প্রাথমিক বিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, বলতে গেলে তারা তেমন কিছুই জানে না। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দুর্গতি ও অনগ্রসরতার দিক বিবেচনা করে ২০০৭ সাল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কিছু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোর সংস্কার, নতুন অবকাঠামো নির্মাণ এবং সেই সকল বিদ্যালয়ে তার নিজ- অর্থ দিয়ে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেন।