প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

  • সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য:
  • সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে গড়ে তোলা একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে এমন শিক্ষা প্রদান করা, যা কেবল পরীক্ষার ফলাফলে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সফল ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
  • লক্ষ্যসমূহ
    • মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশ করা।
            • নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এক প্রজন্ম তৈরি করা।
            • আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলা।
            • শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত চেতনা গড়ে তোলা।
            • পরিবেশবান্ধব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক সুশিক্ষিত সমাজ গঠন।
      • উদ্দেশ্য
      • সবুজ বিদ্যাপীঠের উদ্দেশ্য কেবল শিক্ষার্থী তৈরি নয়, বরং এমন মানুষ তৈরি করা যারা সমাজ, দেশ ও মানবতার কল্যাণে অবদান রাখবে। এখানকার প্রতিটি শিক্ষার্থী যেন “সবুজ” মানসিকতার — অর্থাৎ নির্মল, সৎ ও সৃজনশীল চিন্তার অধিকারী হয়ে সমাজে আলোর দিশা দেখায়, সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।