Message From Chairman

Charman
Charman

আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে, হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লার মাধ্যমে মানুষের পাপ ও পুণ্যের ওজন করা হবে তখন আমল যেমন নামাজ, রোজা, যাকাত এবং হজ্জ্ব থেকেও দাঁড়িপাল্লার ডান দিকের পুণ্যের পাল্লা সব থেকে বেশি ওজন হবে 'কে পৃথিবীতে মানুষের সাথে কি আচরণ ও ব্যবহার করেছে তার নিরিখে'। 

বিদ্যালয়ের সকলের উচিৎ হবে নিজের রাগকে সংবরণ করা, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা অপর ব্যক্তি যে পর্যায়েরই লোক হোক না কেনো। সবাই সবার সাথে ভাল আচরণ ও ভাল ব্যবহার করতে হবে। জনসম্মুখে কেউ কাউকে অপমান করা কারোই উচিৎ নয়। 

জ্ঞান ও শ্রদ্ধা মানুষকে আলোকিত করে। আমি মনে করি অপর ব্যক্তি যে পর্যায়েরই মানুষ হোক না কেনো সে আমার থেকে অনেক বেশি শ্রদ্ধেয় ও জ্ঞানী। আমরা যদি সবাই এমন মতবাদে বিশ্বাসী হই এবং অনুশীলন করি তাহলে জীবন চলার পথে কোন দ্বন্দ্ব ও সমস্যা হওয়ার কথা নয়।