সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। শিক্ষা জাতির মেরুদণ্ড। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা হলো জ্ঞান অর্জনে সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। রবীন্দ্রনাথের ভাষায় “শিক্ষা হল তাই; যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।” শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশ প্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। সচেতন ও দায়িত্বশীল অভিভাবক হিসাবে আপনি নিশ্চয়ই আপনার সন্তানের পাঠের নিশ্চয়তা ও পরীক্ষায় ভালো ফলাফল কামনা করেন।