Message from Chairman
মো : আশরাফুল আলম
সভাপতি
সিনিয়র সহকারী কমিশনার
ঢাকা বিভাগ
সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম, ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচায় অবস্থিত সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষা বিস্তারে এক অভাবণীয় ভ‚মিকা পালন করে আসছে। বর্তমানে এর প্রসার ও কর্মকান্ড আরো প্রশংসনীয়। আমি দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে আজ অবধি ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের দ্বারা এই প্রতিষ্ঠানটিকে উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। “মানুষ নশ্বর কর্ম অবিনশ্বর” কর্মের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে হাজার বছর। তাই ৪৮ নং ওয়ার্ডের এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি যাতে দেশের মধ্যে সম্মানজনক অবস্থায় আসতে পারে সেই লক্ষ্যে কাজ করছি এবং করে যাবো ইনশাল্লাহ। পাশাপাশি এই প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দক্ষ ও অভিজ্ঞ অধ্যক্ষ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। সকলের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফসল হিসেবে পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাশের সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। শুধু তাই নয় ২০১৬ সালে পিইসি পরীক্ষায় সারা বাংলাদেশে সর্বাধিক বৃত্তিপ্রাপ্তির খ্যাতি অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। শত প্রতিক‚লতা সত্তে¡ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক পরিবেশে এনেছি এক অভাবণীয় সাফল্য। শিক্ষার্থীদের জন্য আধুনিক মানসম্মত কম্পিউটার ল্যাব, শিক্ষক শিক্ষিকাদের জন্য সুসজ্জিত শিক্ষক মিলনায়তন, বিদ্যালয়ের ক্যম্পাস সুরক্ষার জন্য সিসি ক্যামেরা স্থাপন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে বিভিন্ন চাহিদাপূরণ করতে সক্ষম এবং এই প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের সময়োপযোগী জীবনযাত্রার মান উন্নয়নে বেতন-ভাতা বৃদ্ধি করব। স্কুলে সবরকম জাতীয় অনুষ্ঠান যেমন : বই উৎসব, একুশে ফেব্রæয়ারী, ১৭ মার্চ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস, পহেলা বৈশাখ, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও বিদায়, শিক্ষা সফর প্রভৃতি অনুষ্ঠানগুলি যথাযোগ্য মর্যাদাসহকারে পালিত হয়। সর্বোপরি অতীতের সকল পরিচালনা পর্ষদ ও প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের অবদানের কথা কৃতজ্ঞতা ভরে স্মরণ করে এ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।