History

History

একটি সুশৃঙ্খল, সুন্দর ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির আত্মোন্নয়নের অপরিহার্য অঙ্গ। একটি যথার্থ বিদ্যালয়ই পারে জাতির সপ্নকে বাস্তবায়ন করতে। উত্তর যাত্রাবাড়ী, বিবির বাগিচা এলাকার কতিপয় বিশিষ্ট বিদ্যুৎসাহী ও জনহিতৈষী মহান ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে ১৯৮১ সালে “সবুজ বিদ্যাপীঠ” একটি কিন্ডার গার্টেন হিসেবে ভাড়া বাসায় কার্যক্রম শুরু করে।
বিদ্যালয়টির নিজস্ব অর্থায়নে ০.১১১২’ অযুতাংশ জমি ক্রয় করে ১৯৮৭ সালে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। হাটি হাটি পা পা করে এই কিন্ডার গার্টেনটি ১৯৯৫ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৮ সালে পূর্নাঙ্গ হাই স্কুল হিসেবে ‘সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়” নামে আত্মপ্রকাশ করে। পরবর্তিতে নতুন ভবন স্থাপনের উদ্দেশ্যে ০.০৯৬০ অযুতাংশ জমি বিদ্যালয়ের নামে ক্রয় করা হয়।
১৯৯৮ সালে এই স্কুলের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ঈর্ষনীয় ফলাফল অর্জন করে। এর পর থেকে প্রতিবছর বিভিন্ন পর্যায়ের পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্যের পথে এগিয়ে যায়।
বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ, দক্ষ ও উদ্যমী এক ঝাঁক শিক্ষক মন্ডলির সর্বাত্মক প্রচেষ্ঠা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, সচেতন অভিভাবক বৃন্দের সহযোগীতা, সর্বোপরি সুদক্ষ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের বহুবিধ সুদূর প্রসারী উদ্যোগে প্রতিষ্ঠানটি ঢাকা মহানগরীর প্রাণ কেন্দ্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
ফলশ্রুতিতে ধারাবাহিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি শতভাগ উত্তীর্ণ, জিপিএ-৫ বৃদ্ধি, মেধাবৃত্তিসহ ঈর্ষনীয় ফলাফলের মাধ্যমে স্বনামধন্য স্কুলের কাতারে নাম অর্জনের তালিকায় স্থান করে নিয়েছে। সেদিন বেশি দূরে নয় যেদিন দক্ষ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের উদ্যোগে সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়টি স্বনামধন্য স্কুলের তালিকার শীর্ষে অবস্থান করবে ইন-শা-আল্লাহ্।